যুগকথা রিপোর্টঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও বৃক্ষ বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। পদ্মকুঁড়ি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচীর আয়োজন করে।
“এসো সবুজ পৃথিবী গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বলাকইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয় ও বলাকইড় ই কেজি স্কুলের ৬ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কিমিটির সভাপতি এস এম শিবলী নোমান, প্রধান শিক্ষক মিল্টন বিশ্বাস, পদ্মকুঁড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্ঠা এসএম রোবায়ত রায়হান ননীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।