যুগকথা রিপোর্ট :
গোপালগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টা ৩০ মিঃ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মো,গোলাম কবির,অতিরিক্ত জেলা প্রশাসক ফারহানা জাহান উপমা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুব আলী খান, র্যাব গোপালগঞ্জ ক্যাম্পের ইনচার্জ মো, রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো,খাইরুল আলম, জেল সুপার আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর যুগ্মসাধারণ সম্পাদক হুসাইন ইমাম সবুজ, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাঈদ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন । এ সময় জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উন্নত করণ সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়।