গোপালগঞ্জে বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই সংঘর্ষে পাঁচজন মারাত্মক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার পরে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের মহিষতুলী গ্রামে ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে একই গ্রামের সুদীপ্ত মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে সতীশ রায় মারাত্মকভাবে আহত হন। এ সময় আরও পাঁচজন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সতীশকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ওসি আরো বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। তবে এখন পর্যন্ত বুধবার সন্ধ্যা ৬টা কোনো মামলা হয়নি। নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে