যুগকথা রিপোর্ট :
গোপালগঞ্জে নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়ামের সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান। বেলা ১১টায় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেন।
এর আগে দিবসটির প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব গোপালগঞ্জ। এ সময় প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি আলিমুজ্জামান বিটু, সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম , দপ্তর সম্পাদক সমর বাইন সহ অন্যান্য সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন। এরপরে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন ইমাম সবুজ সহ অন্যান্য সাংবাদিকগণ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন এপেক্স ক্লাব অব গোপালগঞ্জ এর নেতাকর্মীগণ। এছাড়াও বিভিন্ন সাংগঠনিক ও সাংস্কৃতিক দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।