যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় রিপোটার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে ক্লাবটির কার্যালয়ে এ ইফতার মাহফিল আয়োজন করেন সকল সদস্যবৃন্দ। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় এবং সমস্ত মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মুজাফফর শেখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ ফিরোজ আলম, রিপোটার্স ক্লাবের সভাপতি মোল্যা মহিউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, প্রাণিসম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার জসিম উদ্দিন, ম্যানেজার জনতা ব্যাংক কাজী শাহিন, বীরমুক্তিযোদ্ধা- আঃ মান্নান শেখ, মোদাচ্ছের হোসেন ঠাকুর, মতিয়ার রহমান শেখ, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম দড়িয়া, শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক- কাজী পলাশ, শাহ আলম মিয়া, ইমরান হোসেন, হাসিবুর রহমান, মাহাবুব সুলতান, ইস্রাফিল শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।