
টুঙ্গিপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন সাহা নিজ ইচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি ১০ জানুয়ারি ২০২৬, শনিবার দুপুর ২টায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করে তার পদত্যাগের ঘোষণা দেন।
লেলিন সাহা, পিতা পরিমল চন্দ্র সাহা, গ্রাম পাটগাতি, পোস্ট পাটগাতি, থানা টুঙ্গিপাড়া জেলা গোপালগঞ্জ। তিনি বলেন, ব্যবসায়িক ব্যস্ততা, পারিবারিক দায়িত্ব এবং শারীরিক অসুস্থতার কারণে আমি পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। ভবিষ্যতে আমি আওয়ামী লীগ কিংবা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকব না।”
তিনি আরও জানান, এ সিদ্ধান্ত তার সম্পূর্ণ ব্যক্তিগত এবং কারো প্ররোচনায় নয়। এ সময় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়ায় এ পর্যন্ত একাধিক আওয়ামী লীগের নেতাকর্মী পদত্যাগ করেছেন বলে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের মাধ্যমে। ,