
গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা—৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম—০৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের বিসিক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ—০২ আসনের প্রার্থীর ডাঃ কে এম বাবর, জেলা বিএনপির সদস্য অ্যাভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন,সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহমুদুল হাসান জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন , পৌর বিএনপি’র সভাপতি শেখ হাসিবুর রহমান , সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম , জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম , পৌর ছাত্রদলের মোঃরানা মোল্লা বক্তব্য রাখেন।
শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টাকে ন্যাক্কারজনক বলে বক্তারা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্থ করে শরিফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলা ঘটনা ঘটনানো হয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানানো হয়।