গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় শাহাবুদ্দিন মোল্লা ওরফে সাহা (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
রবিবার (২৭ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ফলসি পশ্চিমপাড়া গ্রামে আসামির নিজ বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত শাহাবুদ্দিন মোল্লা ফুলমিয়া মোল্লা ও হেলেনা বেগমের পুত্র। সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”