কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(২৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ,কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)খন্দকার হাফিজুর রহমান, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, কৃষি অফিসার দোলন চন্দ্র রায়,সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আমীর সোলায়মান গাজী,
প্রেসক্লাব কোটালীপাড়া সভাপতি এইচ এম মেহেদী হাসানাতসহ প্রমুখ বক্তব্য রাখেন।