তারুণ্যের উৎসব ২০২৫ : নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার
গোপালগঞ্জ প্রতিনিধি :
“নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”— এই শ্লোগানকে সামনে রেখে সোনালী ব্যাংক পিএলসি, পাচুড়িয়া শাখা, গোপালগঞ্জ-এর উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ সেপ্টেম্বর, সোমবার, সকাল ১০টায় পাচুড়িয়া শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তরুণদের শক্তিকে উজ্জীবিত করে উদ্যোক্তা সৃষ্টি ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে, ০১–১৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহক সেবা পাক্ষ উদযাপনের অংশ হিসেবে উৎসবটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের সম্মানিত ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, যিনি স্বাগত বক্তব্যে তরুণদের ব্যাংকিং খাতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নূরুল আলম, সভাপতি, মুন আদর্শ প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ, এস. কে. এম. মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক যুগকথা, গোপালগঞ্জ, এবং গোলাম রব্বানী, দৈনিক সকালের সময়-এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
সভায় সভাপতিত্ব করেন, সুরেশ বিশ্বাস, ম্যানেজার (SPO), সোনালী ব্যাংক পিএলসি, পাচুড়িয়া শাখা।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক, গ্রাহকসহ শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে তরুণ গ্রাহকদের ব্যাংকের বিভিন্ন আর্থিক সেবা ও আধুনিক ব্যাংকিং বিষয়ে ধারণা প্রদান করা হয়। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল—
আর্থিক খাতের সেবাসমূহ, ডিজিটাল আর্থিক খাত, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা, সাইবার নিরাপত্তা ও জাল নোট চেনা, ঋণ ও বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন, টেকসই উন্নয়ন।
আয়োজক কর্তৃপক্ষ জানান, তরুণ প্রজন্মকে আর্থিক খাতের সঙ্গে যুক্ত করা, তাদের উদ্যোক্তা হওয়ার পথে উৎসাহিত করা, এবং টেকসই উন্নয়নে সম্পৃক্ত করাই এই উৎসবের মূল লক্ষ্য।
সোনালী ব্যাংক পিএলসি – বিশ্বস্ত ও স্মার্ট ব্যাংকিং সেবা।