গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সাবেক জেলা বিএনপির সভাপতির গণসংযোগ ও ৩১-দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (৬-সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট, চৌরঙ্গী, কাপড় পট্টি, কাঁচা বাজারসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১-দফার লিফলেট বিতরণ করেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জু।
গণসংযোগ চলাকালে এম এইচ খান মঞ্জু বলেন, জননন্দিত নেতা তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১-দফা বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ ২-আসনের সংসদীয় নির্বাচনী এলাকার প্রত্যেকটা জনগণের কাছে বিভিন্ন হাটবাজারে মাঠে-ঘাটে বাড়িতে বাড়িতে গিয়ে গণসংযোগ ও প্রচারের মাধ্যমে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্য ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমার নেতা তারেক রহমানের নামে যে মিথ্যা মামলা করেছিল সব মামলা থেকে খালাস পেয়েছেন। এখন যেকোনো সময় বীরের বেশে দেশে ফিরবেন ইনশাআল্লাহ। আপনারা চাইলে গোপালগঞ্জ ২-আসন থেকে আমি সংসদ নির্বাচন করবো আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। এরপর তিনি সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মধুমতি বাজারে গণসংযোগ করেন।
এসময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেজর (অবঃ) অহিদুল হক মোল্লা, জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক এস এম সুমন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন খান ঝান্টু, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এসএম হুমায়ুন কবীর, টুংগীপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মেহেদি বিল্লাহ, গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুজ্জামান টুটুল, কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক জমির মোল্লা, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়া সহ অনেকে।
এছাড়া অন্যন্যের মধ্যে আরও উপস্থিতি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক মাসুদ শেখ, বিএনপি কর্মী ডাবলু কাজী, মুর্শিদ চৌধুরী, তোফায়েল শেখ, শহিদুল ইসলাম ঘুঘু, লেলিন সরকার সহ অসংখ্য নেতাকর্মীরা।