গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০।
মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটের দিকে গোপালগঞ্জের কাশিয়ান উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্ত্বর বাসস্ট্যান্ড নামক এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ (গাঁজা) তাদের আটক করা হয়। অভিযান শেষে আটককৃতদের ভাটিয়াপাড়া র্যাব-৬ ক্যাম্পে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় আটককৃতরা হলেন, ঢাকা মিরপুর-১৪ নম্বরের বাসিন্দা মনির মিয়া (৫৫) ও মোহাম্মদপুর এলাকার ওয়াসিম সিদ্দিকী (৪৮)।
র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসে দুই মাদককারবারি গাঁজা পরিবহন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-১০ এর বিশেষ দল। গাড়িটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে গাড়ির ভিতর থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৬ আরো জানায়, স্কোয়াড্রন লিডার মো: তরিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর থেকে বাসের পিছু নেয় র্যাব এর একটি দল পরে কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে এসে তল্লাশি করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।