
যুগকথা রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা: কে এম বাবরের সমর্থনে সদর উপজেলার সকল ইউনিয়নের বিএনপির প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় গোপালগঞ্জ ০২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ডা: কে এম বাবরের সমর্থনে সদর উপজেলার ২১ ইউনিয়নের বিএনপি প্রতিনিধিগণ অংশ নেয়।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা বিএনপি’র সদস্য (পাবলিক প্রসিকিউটর) এডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা প্রমূখ।