রিপোর্টার, জি এম এস: ছোটবেলা থেকেই সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে আইএফআইসি ব্যাংক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা করেছে। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এস এম মডেল উচ্চ বিদ্যালয়ে আইএফআইসি ব্যাংক পি এল সি, গোপালগঞ্জ শাখা এর কর্মকর্তাগণ শিক্ষার্থীদের ব্যাংকিং সেক্টরের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এবং সঞ্চয়ে আগ্রহী করার জন্য মতবিনিময় সভা করেন।
বাংলাদেশের অন্যতম বেসরকারি ব্যাংক আইএফআইসি পিএলসি সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ উক্ত ব্যাংকের গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক আশিস কুমার নন্দী ছাত্রদের মাঝে বক্তব্য রেখে বলেন,
তরুণ সমাজের আর্থিক সাক্ষরতা নিশ্চিতকরণের লক্ষে আইএফআইসি ব্যাংকের গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক নিম্নত্ব বিষয়ে আলোকপাত করেন
১)আর্থিক খাতের সেবা সমূহ (ব্যাংকিং প্রোডাক্ট)
২)ডিজিটাল আর্থিক সেবা
৩)ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা
৪)সাইবার নিরাপত্তা ও জাল নোট
৫)ঋণ ও বিনিয়োগ
৬)উদ্যোক্তা উন্নয়ন
৭)টেকসই উন্নয়
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমাদের সকল শাখায় শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাংক একাউন্ট (সঞ্চয়ী হিসাব) খুলে দেওয়া হচ্ছে। একই সাথে তাদেরকে একটি করে স্মার্ট এটিএম ডেবিট কার্ড প্রদান করা হচ্ছে। যখন যার যতটুকু সম্ভব ততটুকু জমা রাখার সুযোগ এবং উত্তোলন করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ তাই আমরা চাই প্রতিটা শিশু কিশোর ছোটবেলা থেকেই তাদের বিভিন্ন ধরনের সু অভ্যাস গড়ে তুলতে হবে, তাই আমাদের এই প্রচেষ্টা। এছাড়াও ব্যাংকের বিভিন্ন তথ্য এবং এটিএম মেশিন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন ধরনের হিসাব একাউন্ট, টাকা তোলা টাকা জমা দেওয়া ইত্যাদি সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংক পিএলসি, গোপালগঞ্জ শাখার লোন পারফরম্যান্স ম্যানেজমেন্ট অফিসার সোহাগ আহমেদ, মার্কেটিং এন্ড সেলস অফিসার শোভন কুমার দে, এসিস্টেন্ট অফিসার, সাইফুল ইসলাম সৈকত সহ উক্ত বিদ্যালয় এর শিক্ষক এবং শিক্ষার্থীগণ।
মতবিনিময় সভা শেষে প্রত্যেক শিক্ষার্থীর হাতে উপহার আইএফআইসি ব্যাংক এর সৌজন্যে উপহার তুলে দেওয়া হয়।