মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
অর্ধ-বেলাও অফিস করেন না গোবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রোগ্রামার মুমিত বান্দরবান হলটিকালচার ৩ কোটি টাকার চারা বিতরণ প্রকল্পে মিলেমিশে অর্থ আত্মসাৎ শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন  ২৪-২৫ অর্থবছরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে জেলা প্রশাসকের চেক বিতরণসহ নানান কর্মসূচি  গোবিপ্রবি’তে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ শুরু গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আট প্রেসক্লাব গোপালগঞ্জে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা গোবিপ্রবি প্রেসক্লাবের প্রচার সম্পাদক হলেন দৈনিক যুগকথা পত্রিকার বিপ্র  গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিব, সম্পাদক আসিফ গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা 

মাদক ব্যবসায়ীদের ছাড় নেই হুঁশিয়ারি টুঙ্গিপাড়ায় নবাগত ওসির

  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০.৪১ এএম
  • ১৭৫ জন সংবাদটি পড়েছেন

টুংগীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম গত ২০ আগস্ট ২০২৫ তারিখে টুংগীপাড়া থানায় যোগদান করেন। পূর্ববর্তী কর্মস্থল মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়। দায়িত্ব নেয়ার পরদিনই তিনি টুঙ্গিপাড়া সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় ওসি জাহিদুল ইসলাম বলেন, “আমি আজ থেকে টুঙ্গিপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম।” তিনি বলেন, “সমাজে যত অপরাধ রয়েছে, তার মূল উৎস হচ্ছে মাদক ও ধূমপান। ধূমপানের মাধ্যমেই কিশোর ও তরুণেরা মাদকাসক্ত হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে চুরি, ছিনতাই, ধর্ষণ ও খুনের মতো অপরাধ সংঘটিত হয়।”

তিনি আরো উল্লেখ করেন, “গবেষণায় দেখা গেছে, ৯৫% শিশুর শরীরে নিকোটিনের উপস্থিতি পাওয়া গেছে, যার প্রধান কারণ পরিবারের বা আশেপাশের লোকদের প্রকাশ্যে ধূমপান। তাই এখন থেকে প্রকাশ্যে ধূমপান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

ওসি জাহিদুল ইসলাম বলেন, “আমি যদি দেড় বছর এই থানায় দায়িত্ব পালন করতে পারি, তাহলে তিন ধাপে টুঙ্গিপাড়াকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও আদর্শ থানা হিসেবে গড়ে তুলবো।”

তিনি ধাপভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরে বলেন:

প্রথম ৬ মাস: সচেতনতা, তালিকা প্রণয়ন ও প্রথম ধাপের অভিযান।- এক বছর মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান ও আইনি ব্যবস্থা। দেড় বছর শেষে টুঙ্গিপাড়া হবে একটি মডেল মাদকমুক্ত থানা যা দেশের অন্যান্য থানার জন্য উদাহরণ হয়ে থাকবে।

এ সময় তিনি টুঙ্গিপাড়ার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আমাকে সহযোগিতা করুন। আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। গণমাধ্যমের সহায়তা পেলে এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে।”

টুঙ্গিপাড়া প্রেসক্লাব ও সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দ নবাগত ওসিকে শুভেচ্ছা জানান এবং তার উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ওসি জাহিদুল ইসলামের এই বক্তব্য ও পরিকল্পনা টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযানে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় জনগণ তার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এবার হয়তো সত্যিই মাদকমুক্ত টুঙ্গিপাড়া বাস্তবায়ন সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2025
IT Support By : JUGOKATHA