
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
তখন সেখানে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়ের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ বিশ্বাস, থানার ওসি খোরশেদ আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার সহ উপজেলার মৎস্যচাষীরা বক্তব্য রাখেন।
পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের পুকুরে ৪০ কেজি রুই জাতীয় মাছ অবমুক্তকরণ করা হয়।
উল্লেখ্য, ১৮ আগস্ট শুরু হয়ে আগামী ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ চলবে।