যুগকথা রিপোর্ট: গোপালগঞ্জে এনজিওর নামে প্রায় দুই কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও মালিক। প্রতিষ্ঠানে ঝুলছে তালা। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর নামক গ্রামে। এনজিও নামে ঋণ দেওয়া প্রতিশ্রুতি দিয়ে ৮৫০ জন গ্রাহকের থেকে প্রতারণা করে প্রায় ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া এনজিও মালিক হলেন, ইসমাইল মির ও ফরহাদ। গ্রাহকরা তাদের টাকা ফিরে পেতে এবং উক্ত প্রতারকদের গ্রেফতার এর দাবিতে আজ মানববন্ধন কর্মসূচি পালন করে।
আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে ভুক্তভোগীরা। চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নামে সাধারণ দরিদ্র মানুষের থেকে নেয় ওই প্রতারকরা।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, আমাদের ঋণ দেওয়ার কথা বলে, সঞ্চয় রাখতে বলেন সঞ্চয় ও অনুদান সমবায় সমিতির মালিক ইসমাঈল, মির ও ফরহাদ। দিনের টাকা পেয়ে আমরা কৃষি কাজ এবং ব্যবসা করতে পারব এমন বিশ্বাসে উক্ত প্রতিষ্ঠানে সঞ্চয় শুরু করি। আমাদের ৮৫০ জন গ্রাহকের রাখা প্রায় ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় উক্ত সঞ্চয় প্রতিষ্ঠানের মালিকরা।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com