প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৮:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৫:১৬ পি.এম
টুঙ্গিপাড়ায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

যুগকথা রিপোর্ট:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের (SEDP)" আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শিক্ষার মানোন্নয়নে অনুকরণীয় ভূমিকার জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম তালুকদারের সভাপতিত্বে ও বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আকরামুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইন, সহকারী প্রোগ্রামার খান মোহাম্মদ ইমতিয়াজ বুলবুল এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজারসহ অনেকে।
বক্তারা বলেন, "সরকার শিক্ষার মান উন্নয়নে পারফরমেন্স বেজড প্রণোদনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করছে। এতে শিক্ষকদের দায়িত্ববোধ বাড়বে ও শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার আগ্রহ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে জিপিএ-৫ পাওয়া ৩৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com
Copyright © 2025 Daily Jubokatha | দৈনিক যুবকথা. All rights reserved.