বাইজিদুর রহমান, প্রতিনিধি: বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুর গোপালগঞ্জ শহরতলী পল্লী বিদ্যুৎ মোডে গোপালগঞ্জ জেলা শ্রমিক দল এর আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়াও গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবর। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সদ্য প্রয়াত আমাদের মাতৃতুল্য নেত্রী তার রাজনৈতিক আপোষহীন নেতৃত্বের মাধ্যমে আমাদের হৃদয় স্থান করে নিয়ে ছিলেন। তিনি তাঁর কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। এছাড়াও নেতাকর্মীদের দেশ গড়ার লক্ষ্যে একত্রে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য প্রদান করেন।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com