প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৪:২৭ পি.এম
গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

যুগকথা ডেক্সঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ ও বিজয় মেলাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকার জেলা ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান। পাশাপাশি বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জলিলুল হকের নেতৃত্বে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরাও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, বিএনপি, জাকের পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৯টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শৃঙ্খলাবদ্ধ ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজ প্রদর্শন করে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিজয় মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন চলমান রয়েছে।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com
Copyright © 2026 Daily Jugokatha | দৈনিক যুগকথা. All rights reserved.