প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ১১:৩৪ পি.এম
গোপালগঞ্জে ডাব চুরির সময় দেখে ফেলায় গাছ মালিকের মৃত্যু, দুই চোর গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চুরি করতে গিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে গাছ মালিক মোয়াজ্জেম শিকদার (৬০) নিহত হয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনা
দুই যুবককে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
গ্রেপ্তার ওই দুই যুবকরা হলেন—দিগনগর গ্রামের তারা ফকিরের ছেলে মুন্না ফকির (২০) ও আসলাম ফকিরের ছেলে হাসিব ফকির (১৯), ।
স্থানীয় সূত্র জানাযায়, মুন্না ও হাসিব ডাব চুরি করতে মোয়াজ্জেম শিকদারের বাড়িতে প্রবেশ করে। বিষয়টি বুঝতে পেরে বাড়ির মালিক তাদের ধরে ফেলেন। এসময় দুইজন মিলে তাকে কিল-ঘুষি ও ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার পরিদর্শক ( তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, ঘটনার পর স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com
Copyright © 2026 Daily Jugokatha | দৈনিক যুগকথা. All rights reserved.