যুগকথা ডেক্স রিপোর্ট: গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম সাকিল আহম্মেদ ফয়সাল (১৯)। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে চরপাথালিয়া এলাকায় সদর উপজেলার গোবরা থেকে রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ছাত্র নিহত হয়।
নিহত সাকিল আহম্মেদ গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে এবং এ বছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।
পরিবার সূত্রে জানা যায়, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পারাপারের সময় ট্রেনে কাঁটা পড়ে নিহত হয় সাকিল। প্রতিদিন সকালে নামাজের পর সে হাটাহাটি করে। তার ভাই রাসেদ জানায়, প্রতিদিনের ন্যায় আজও রেল লাইন ধরে সে হাটার সময় দূর্ঘটনার শিকার হয়।
চরপাথালিয়া এলাকায় সদর উপজেলার গোবরা থেকে রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ওই ছাত্র নিহত হয় বলে বোড়াশী রেল স্ট্রেশন ম্যানেজার রত্না বেদ্য জানান। তিনি বলেন, রাজবাড়ী থেকে রেল পুলিশ এসে তার পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করেছে।
ভাঙ্গা রেলওয়ে থানার এসআই সাফুর আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। পরবর্তীতে বিকালে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে শাকিলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com