গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রেসক্লাবের ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগকথা পত্রিকার প্রতিনিধি বিপ্র এন এম
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৭ জন ভোটারের মধ্যে ২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে সজিবুর রহমান (দৈনিক আমার সংবাদ) এবং সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান আসিফ (দৈনিক ইনকিলাব) নির্বাচিত হন।
ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. দিপংকর কুমার, নির্বাচন কমিশনার ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম, এবং নির্বাচন কমিশনার ও প্রথম আলো গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নূতন শেখ।
প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ার পর বিপ্র এন এম বলেন, “প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও তথ্যসমৃদ্ধ করতে আমি আমার দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করব। গোবিপ্রবি প্রেসক্লাব হবে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক চিত্র তুলে ধরার অন্যতম প্ল্যাটফর্ম।”
তিনি আরও বলেন, “প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়; এটি সাংবাদিকতার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা রক্ষার প্রতীক। আমি বিশ্বাস করি, সততা, সাহস ও ন্যায়ের পথে থেকে আমরা গোবিপ্রবি প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।”
উল্লেখ্য, নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি ২০২৫–২৬ কার্যবর্ষে দায়িত্ব পালন করবে, যেখানে সভাপতি সজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসিফ এর নেতৃত্বে প্রেসক্লাবের নতুন যাত্রা শুরু হয়েছে।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com