গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিঁদুর খেলায় মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে দশমী বিহিত পূজা, অঞ্জলি ও প্রদক্ষিণ শেষে গোপালগঞ্জের বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে সিঁদুর খেলা। সিঁদুর খেলা শেষ হওয়ার পরেই প্রস্তুতি নেয়া হবে দেবী দূর্গাকে বিসর্জনের।
জেলার ১২৮৫ টি মন্দিরে বিজয় দশমীর অনুষ্ঠান শেষে বিবাহিত নারীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। নারীরা বিশ্বাস করেন দেবী দুর্গার পায়ে অর্পিত সিঁদুর সীথিতে পরলে তাদের স্বামী দীর্ঘজীবন লাভ করেন। সেই বিশ্বাস থেকে হাসি, আনন্দে, নেচে গেয়ে একে অপরের সীথিতে পরিয়ে দেন সিঁদুর।
এই বিসর্জনের মধ্যে দিয়ে দেবী দুর্গা মর্ত লোক থেকে ফিরে যাবেন কৈলাস বা শিবালয়। ভক্তরা প্রার্থনা করেন স্বর্গরাজ্য থেকে যেমন মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ করেছিলেন, তেমনি পৃথিবী থেকে সকল অপশক্তির বিনাশ ঘটাবেন দশভূজা দুর্গা।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com