প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৫:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৫:৪৪ পি.এম
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষনা সাবেক ইউপি সদস্যর

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থ্যতার কারন দেখিয়ে আওয়ামীলীগ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন এক সাবেক ইউপি সদস্য।
সোমবার বেলা ১২ টায় টুঙ্গিপাড়া সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষনা দেন তিনি।
পদত্যাগকারী রোমজেদ সিকদার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য একটি সিভি জমা দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি যেহেতু একজন জনপ্রতিনিধি তাই আওয়ামী লীগ সরকারের আমলে আমার সমর্থকেরা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করার জন্য একটি সিভি জমা দিয়েছিল। তবে সেই কমিটি আর গঠন হয়নি। এরআগে আমি আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো পদ-পদবীতে যুক্ত ছিলাম না।
রোমজেদ সিকদার আরও বলেন, আমি বহুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভূগছি তাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে চাই না। আমার অজান্তে যদি আওয়ামী লীগের কোনো পদ-পদবী থেকে থাকে, আমি সেগুলো থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষনা করছি।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, এর আগে গত ১৩ আগস্ট ব্যক্তিগত কারন দেখিয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছিলেন উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নওশের ফকির ও একই ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক আব্বাস আলী। পরে গত ২১ আগস্ট একইভাবে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রহমান সিকদার পদত্যাগের ঘোষনা করেছিলেন। আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে টুঙ্গিপাড়া উপজেলায় এনিয়ে মোট চার জন পদত্যাগ করলেন।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com
Copyright © 2025 Daily Jubokatha | দৈনিক যুবকথা. All rights reserved.