গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে একাধিক অভিযোগে অভিযুক্ত সুমন বসু (৩৬) কে প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে পৌর পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, এএসআই রেজাউল করিমের নেতৃত্বে এবং এএসআই সাইদুল ইসলামের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত সুমন সদর উপজেলার উরফি ইউনিয়নের ছোট মানিকহার গ্রামের সঞ্জীব বসুর ছেলে।
তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল পোস্ট দেওয়া, মাদক সেবনসহ বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো: সাজেদুর রহমান জানান, সুমন প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com