গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। এসময় বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়। ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ সেবা প্রদান করা হয়। “দৃষ্টি ফিরে পাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” এ শ্লোগান নিয়ে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ব্রাক কায্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। এসময়্ ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক রাজীব কুমার সরদার, সাউথ ডিভিশনের ডিভিশনাল কোঅর্ডিনেটর মোঃ জামির আলী, জেলা সমন্বয়ক মোঃ আব্দুল্লাহ আল ফারুক, কাশিয়ানী ব্রাঞ্চের ম্যানেজার অরুপ দত্তসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক চক্ষু রোগীকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের বিশেষজ্ঞ ডাক্তারা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পরে তাদেরকে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া যাদের চোখে ছানি রয়েছে তাদেরকে বিনামূল্যে অপারেশন করা হবে।
ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক রাজীব কুমার সরদার, প্রান্তিক জনগোষ্ঠার যারা অবহেলিত, যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদের এ বিনামূল্যে চক্ষু সেবা দেয়া হচ্ছে। এ ক্যাস্পে এক হাজার জনকে বিনামূল্যে সেবা দেয়া হবে। এছাড়া তাদের চশমা ও ঔষধ বিনামূল্যে প্রদান করার পাশাপশি অপারেশন করে দেয়ার ব্যবস্থা করা হবে।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com