প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ১১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ৭:৫২ পি.এম
বিগত দিনে গোপালগঞ্জে কোনদিন নির্বাচন হয়নি-সাবেক সভাপতি এম,সিরাজুল ইসলাম সিরাজ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-০২ আসনের মনোনয়ন প্রত্যাশী এম,সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, বিগত দিনে গোপালগঞ্জে কোনদিন নির্বাচন হয়নি। গোপালগঞ্জে কোন উন্নয়ন হয়নি, ব্যক্তির উন্নয়ন হয়েছে। ছাত্র-জনতা, ভাই-বোনেরা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বিএনপি থেকে আমি নির্বাচিত হলে এ এলাকার সার্বিক উন্নয়ন করবো।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোটর শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এম, সিরাজুল ইসলাম সিরাজ আরো বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। তাকে ও তার ছোট ছেলেকে চিকিৎসা নিতে দেয়নি। যে কারনে বিনা চিকিৎসার আরাফাত রহমান কোকো মারা গেছেন। আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারনে তারেক রহমান সুদুর প্রবাসে নির্বাসিত জীবনযাপন করছেন।
এর আগে সিরাজুল ইসলাম সিরাজের নিজ বাড়ি সদর উপজেলার আড়পাড়া থেকে একটি মোটর শোভাযাত্রা বের করা হয। শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়ক ও জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com
Copyright © 2025 Daily Jubokatha | দৈনিক যুবকথা. All rights reserved.