গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোসা: শুকুরন বেগম (৭৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোসা: শুকুরন বেগম কাশিয়ানী উপজেলা ঘোনাপাড়া গ্রামের সত্তার মোল্লার স্ত্রী।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: রকিবুজ্জামান জানান, বৃদ্ধা মোসা: শুকুরন বেগম ঘোনাপাড়া এলাকায় ঢাকা খুলনা মাহাসড়ক পাড় হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি গাড়ি ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পরিবারের লোকজন উদ্ধার করে মরদেহ বাড়ীতে নিয়ে যায়।
তিনি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com