গোবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি ও এনিম্যাল হাজবেন্ড্রি কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগতদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেনারি মেডিসিন(এএসভিএম) বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক ও ন্যায্য দাবিকে স্তব্ধ করার জন্য পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
শিক্ষার্থীরা আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
গোবিপ্রবির এএসভিএম শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com