গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সীমানা নির্ধারণ, প্রধান ফটক নির্মাণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে গোবিপ্রবি ছাত্রদল।
রবিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট এই স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে গড়ে ওঠেনি। ফলে একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরা মারাত্মক আবাসন সংকটে ভুগছে।
তাদের প্রধান দাবিগুলো হলো—
১. অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও শক্তিশালী বাউন্ডারি ওয়াল নির্মাণ।
২. আগামী ১৫ দিনের মধ্যে প্রধান ফটকের নির্মাণকাজ সম্পন্ন করা।
৩. দ্রুত জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে ছেলে-মেয়েদের জন্য অন্তত ২টি নতুন আবাসিক হল নির্মাণ।
৪. সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com