গোপালগঞ্জ প্রতিনিধি: রাজধানীর ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) বিকালে কোটালীপাড়া উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- কোটালীপাড়া গণঅধিকার পরিষদের আহবায়ক আবুল বাশার দাড়িয়া, সদস্য সচিব সোহেল হাজরা, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক পলাশ শেখ, কোটালীপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক নাজমুল দাড়ীয়াসহ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময় তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে সব কার্যক্রম বন্ধ করার দাবি জানান।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com