কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দখলমুক্ত করা হয়েছে কুমলাবতী খাল।
আজ শনিবার (৩০ আগস্ট) বিকালে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ফুলবাড়ী-সোনাখালী এলাকার কুমলাবতী খালটি এক অভিযান চালিয়ে দখলমুক্ত করে উপজেলা প্রশাসন।
জানা গেছে, দির্ঘদিন ধরে চিতলিয়া সমবায় মৎস্য প্রজেক্টের নামে খালটি বাঁশের বানা দিয়ে টি আটকিয়ে মাছ চাষ করে আসছিলো স্থানীয় একটি প্রভাবশালী মহল। দীর্ঘদিন ধরে এ খালটি দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে নৌ চলাচল ব্যাহত ও কৃষি কাজ বাঁধাগ্রস্ত হচ্ছিল। চরম বিপাকে পড়েছিল মুক্ত জলাশয় থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা মৎস্যজীবীরা।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ মাসুম বিল্লাহ অভিযান চালিয়ে এই খালটি দখলমুক্ত করেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, কোটালীপাড়া থানার উপপরিদর্শক ফুল মিয়াসহ উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও থানা পুলিশের সদস্যেরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ মাসুম বিল্লাহ বলেন, সরকারি খাল আটকিয়ে বা দখল করে রাখার কোন সুযোগ নেই। খাল দখলমুক্ত করার এই অভিযান চলমান থাকবে।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com