গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. কে এম বাবরের বাসভবনে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপ গান ও একটি কার্তুজ উদ্ধার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার ( ২২ আগস্ট) ভোররাতে যৌথ বাহিনীর অভিযানে গোপালগঞ্জ জেলা শহরের থানাপাড়া নামক এলাকায় বাবরের বাসায় অভিযান চালিয়ে উক্ত অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান চলাচলে বাবরের বাসার বাথরুমের ফ্লাশের পানির মধ্যে থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
কর্ডন অ্যান্ড সার্চ অপারেশনের অংশ হিসেবে তাদের এই অভিযান বলে জানিয়েছে যৌথবাহিনী। অভিযানে সেনাবাহিনীর টহলদল ছাড়াও গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযান শেষে সদর থানায় উদ্ধারকৃত পাইপগান ও কার্তুজ জমা দেওয়া হয়েছে। তবে অভিযানের সময় বাসায় ছিলেন না বিএনপি নেতা ডা. বাবর।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com