গোপালগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-২ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য, সাবেক সভাপতি, তিনবারের ধানের শীষ প্রতীকে নির্বাচনকারী এম, সিরাজুল ইসলাম সিরাজ।
শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চামটা নামক স্থানে প্রথম পথসভা করেন গোপালগঞ্জ ২ আসনের মনোনয়ন প্রার্থী এম, সিরাজুল ইসলাম সিরাজ। পথসভা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সমাবেশ শেষে লিফলেট বিতরণ, গণসংযোগ এবং বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তিনি সাতপাড়, সাহাপুর ইউনিয়ন এবং কংশুর নামক স্থানে পথসভায় যোগদেন।
এ সময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে আমি গোপালগঞ্জ ২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে পুনরায় নির্বাচন করব। আজ থেকে আমি আমার নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করলাম। আমি সব সময় নির্যাতিত অবহেলিতদের পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো। গোপালগঞ্জ থেকে আমি এর আগেও তিন বার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি। এবারের প্রেক্ষাপট আগের তুলনায় অনেকটা ব্যতিক্রম। সবাই ভোটকেন্দ্রে যেতে ইচ্ছুক ভোট প্রদান করার জন্য। বিগত কোন সরকারের আমলে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। কিন্তু এবার তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছে।
এ সময় তিনি আরো বলেন, আমি এবারও গোপালগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মনোনীত হয়ে রয়েছি বললে চলে। শুধু আনুষ্ঠানিকতা বাকি। দল যাকেই নমিনেশন দেবে আমরা সবাই একসাথে মিলেমিশে তার হয়ে কাজ করব। এমনটাই নির্দেশ দিয়েছেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমান। আমি আশা করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়ে সুন্দর এবং শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠিত হবে এবং আমি গোপালগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হব ইনশাআল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় কমিটির সদস্য ওলামা দলের ওমর ফারুক , আলমগীর ফকির সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক, এস এম তারেক সাবেক সাংগঠনিক সম্পাদক, শরিফুল ইসলাম রোমান,সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল। গোপালগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্যা, মুফতি রিয়াজউদ্দিন সদস্য কেন্দ্রীয় ওলামা দল সহ দলীয় নেতাা কর্মীগন
এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।