প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ২:১৫ পি.এম
গোপালগঞ্জে বাসচাপায় নারী নিহত; স্থানীয়দের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। আজ বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকুবাজার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তবে এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় শতাধিক গাড়ি আটকা পড়ে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, অজ্ঞাত ওই নারী রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন ঢাকা খুলনা মহাসড়কের ওই স্থানে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অনেক যানবাহন ঘটনা স্থলের উভয়পাশে আটকা পড়ে। সত্য ঘটনার খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
প্রায় ঘন্টাখানেক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পরে স্থানীয়দের শান্ত করে সন্ধ্যার দিকে ঢাকা খুলনা মহাসড়কের অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করা হয়।
তিনি আরও জানান, ঘাতক বাসটি ঘটনা ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। করে উক্ত ঘাতক বাসটিকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com
Copyright © 2025 Daily Jubokatha | দৈনিক যুবকথা. All rights reserved.